কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): বীরভূম থেকে কলকাতায় ফিরে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শেষ চৈত্রে মা ভবতারিণীর পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। সেই সঙ্গে আসন্ন লোকসভা ভোটে নিজের দলের ফের কেন্দ্রে ক্ষমতায় আসার প্রার্থনাও করেন তিনি । এদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন, দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

শুক্রবার বীরভূমে দলীয় সভা করার পর সরাসরি দক্ষিণেশ্বরে চলে আসেন শাহ। এদিন মা ভবতারিণীর পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা ভোট ৩০০ বেশি আসন পেয়ে বিজেপি যাতে ফের ক্ষমতায় আসে, নরেন্দ্র মোদী যাতে আবারও প্রধানমন্ত্রী হন, ভবতারিণী মায়ের কাছে সেই প্রার্থনাও করলেন অমিত শাহ। শুধু তাই নয়, লোকসভা ভোট বাংলা থেকে ৩৫ টি আসনে যাতে বিজেপি জিততে পারে, সেই কামনাও করলেন তিনি।

পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ বলেন, লোকসভা ভোটে বিজেপি যাতে অন্তত ৩০০ আসন পায়, মায়ের কাছে সেই প্রার্থনায় জানালাম। বললাম, বাংলায় যেন আর সন্ত্রাস না হয়। লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি যেন অন্তত ৩৫ আসন পায়। তিনি আরও বলেন, বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। বাংলায় আর কোনও ধর্মীয় অনুষ্ঠানে হামলা হবে না বলেও আশাপ্রকাশ করেন তিনি।

দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েই অমিত শাহ নিউটাউনে এক বেসরকারি হোটেলে ওঠেন। সেখানেও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাতে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, দলীয় বৈঠকে তিনি রাজ্য নেতাদের সাফ বুঝিয়ে দেন, সংগঠন জোরদার না করলে তৃণমূলকে মোকাবিল করা যাবে না। তার জন্য বুথভিত্তিক সংগঠন গড়ে তুলতেই হবে। আগামীকাল শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি চলে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *