বীরভূমে ১০ ঘরবিশিষ্ট নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন অমিত শাহ

সিউড়ি, ১৪ এপ্রিল (হি. স.): দুইদিনের পশ্চিমবঙ্গ সফরে এসে সিউড়িতে জেলার দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন অমিত শাহ। নবনির্মিত শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে রয়েছে ১০টি ঘর। এবার থেকে জেলা বিজেপির সমস্ত কর্মসূচিই হবে এই ভবনে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বঙ্গ সফরে এসে প্রথমেই অমিত শাহ চলে যান বীরভূমের সিউড়ির সার্কিট হাউসে । সেখানে মধ্যাহ্নভোজের পর তিনি দুপুরে চলে যান বেণীমাধব স্কুলের মাঠে। সেখানে জনসভা সেরে যান সিউড়িতে নতুন পার্টি অফিসে। সব প্রস্তুতই ছিল। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে নারকেল ফাটিয়ে, প্রদীপ জ্বালিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন অমিত শাহ। ১৪ নং জাতীয় সড়কের পাশে এই পার্টি অফিসে বীরভূম এবং বোলপুর – দুই সাংগঠনিক জেলারই কাজকর্ম হবে।

এর আগে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংগঠন মজবুত করার পরামর্শ হিসেবে জানিয়েছিলেন, প্রতি জেলায় দলের নিজস্ব ভবন, কার্যালয় থাকবে। এতদিন বীরভূম জেলায় নিজস্ব কোনও কার্যালয় ছিল না বিজেপির । পঞ্চায়েত ভোটের আগে সিউড়িতে তার উদ্বোধন হল অমিত শাহর হাত ধরে। ১০ টি ঘরবিশিষ্ট এই দলীয় কার্যালয়ে থাকবেন জেলা সভাপতি। এছাড়া বৈঠক তো বটেই, অতিথিরাও এলে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। বেশ বড়সড় ভাবেই বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলার জন্য স্থায়ী নিজস্ব কার্যালয় তৈরি করল বিজেপি।

এদিন কার্যালয়টি উদ্বোধনের পর অমিত শাহ জেলার কার্যকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন নতুন পার্টি অফিসে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *