সিউড়ির সভা থেকে লোকসভা ভোটের সুর বাঁধলেন অমিত শাহ, মোদীকে ফের প্রধানমন্ত্রী করার আহ্বান

সিউড়ি, ১৪ এপ্রিল (হি.স.) : চৈত্র সংক্রান্তির তাপপ্রবাহের দুপুরে সিউড়ির বেণীমাধব স্কুল মাঠের সভা থেকে লোকসভা ভোটের প্রচারের সূচনা করে দিলেন অমিত শাহ । যে সভা থেকে বাংলা বিজেপিকে বেঁধে দিলেন চব্বিশের টার্গেট। সেইসঙ্গে ভবিষ্যদ্বাণী করতে চাইলেন, ২০২৪ সালে ওই ফলাফল হলেই ২০২৫ সালে দিদির সরকার পড়ে যাবে। এদিন অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হলে বাংলায় ৩৫টি আসনে পদ্মফুল ফোটাতে হবে। আর সেটা হলেই ২০২৫ সালের মধ্যে দেখবেন দিদির সরকার কাড়াড়াড়া ফুসসস হয়ে যাবে!’

এদিন সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এক পাশে বসেছেন সুকান্ত। অন্য পাশে বসেছেন শুভেন্দু। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হল।এরপর নিজের ভাষণ দিতে মঞ্চে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান । তারপর বগটুইতে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের শ্রদ্ধা জানালেন অমিত শাহ । এরপর সরাসরি নিজের বিষয়ে প্রবেশ করেন তিনি। তাপপ্রবাহের দুপুরে সিউড়ির বেণীমাধব স্কুল মাঠের সভা থেকে লোকসভা ভোটের প্রচারের সূচনা করে দিলেন অমিত শাহ । যে সভা থেকে বাংলা বিজেপিকে বেঁধে দিলেন চব্বিশের টার্গেট। সেইসঙ্গে ভবিষ্যদ্বাণী করতে চাইলেন, ২০২৪ সালে ওই ফলাফল হলেই ২০২৫ সালে দিদির সরকার পড়ে যাবে। এদিন অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হলে বাংলায় ৩৫টি আসনে পদ্মফুল ফোটাতে হবে। আর সেটা হলেই ২০২৫ সালের মধ্যে দেখবেন দিদির সরকার কাড়াড়াড়া ফুসসস হয়ে যাবে!’ পাশাপাশি তিনি রাজ্যে রাম নবমীর মিছিলে হামলা প্রসঙ্গ তুলে বলেন, বাংলায় রাম নবমীর মিছিলে হামলা হয়। বিজেপি বাংলায় ৩৫ টা আসন পেলে কারও ক্ষমতা থাকবে না হামলা করার।

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ মমতা দিদি দূর করতে পারবেন কি? শুধু মোদীজি পারবেন। অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির হওয়া উচিত ছিল কিনা? মমতা দিদি, কংগ্রেস এত বছর ধরে আটকে রেখেছিলেন। মোদীজি কিন্তু ওখানে মন্দির স্থাপনের কাজ শুরু করে দিয়েছেন। গগনচুম্বী মন্দির তৈরি হচ্ছে। দেশ ও বাংলায় শান্তি প্রতিষ্ঠা করতে গেলে ফের মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে। বাংলায় ভাইপোরাজ খতম করতে হবে।

এদিন তিনি একে একে কেন্দ্র সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্প ও পরিষেবার প্রসঙ্গ তুলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অমিত শাহ । তিনি বলেন, মমতা দিদি বাংলার মানুষকে কী দিয়েছে? মোদীজি দিল্লি থেকে পাঁচ কিলো করে চাল পাঠান গরিবদের মাথা পিছু। দিদি শুধু তার উপর ছবি লাগিয়ে দেন। আরে দিদি আরও পাঁচ কেজি চাল দিয়ে না হয় ছবি লাগাতেন। কলকাতা মেট্রোর জন্য আমরা ১ হাজার কোটি টাকা দিয়েছি, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১৫ কোটি টাকা দিয়েছি, বন্দেভারত ট্রেন দিয়েছি, স্বচ্ছভারত প্রকল্পের আওতায় ৭৫ লাখ পায়খানা দিয়েছি..। মমতা দিদি চান না বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হোক। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৮ কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন। বাংলায় ৫২ লক্ষ ঘরে উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস পৌঁছে দিয়েছে মোদী সরকার।