নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ যথাযথ মর্যাদার সাথে পালিত হয় ডঃ বি আর আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী৷ সরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়৷ শুক্রবার ভারতের সংবিধান প্রণেতা তথা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর ১৩৩ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়৷ দিনটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সংগঠনগুলি আয়োজন করেছে৷ এদিন সকালে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্য দান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ বিনম্র শ্রদ্ধা জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ডঃ বি আর আম্বেদকরের ছোটবেলা থেকেই বিদ্বেষ মূলক আচরণ সহ্য করতে হয়েছে৷ তারপর তিনি সংবিধান রচনা করে সঠিক পথ দেখিয়েছেন দেশবাসীকে৷ তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারের ছুটি ঘোষণা করার জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷
ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চার উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার এবং তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা৷ মুখ্যমন্ত্রী ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বক্তব্য রেখে বলেন, ডঃ বি আর আম্বেদকর সহ যারা মহাপুরুষ রয়েছেন তাদের সকলের কথা স্মরণ করে সরকার এগিয়ে চলেছে৷ এবং সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর দেশে সব অংশের মানুষের কথা চিন্তাভাবনা করে ছয়মাস বহু পরিশ্রমের মধ্য দিয়ে সংবিধান রচনা করেছেন৷
এদিন প্রদেশ কংগ্রেস এস সি সেলের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হয়৷ প্রদেশ কংগ্রেস ভবনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়৷ উপস্থিত ছিলেন এসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
এদিকে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়৷ রাজধানীর সিটি সেন্টারের সামনে বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা৷ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুধন দাস৷ তিনি বলেন, ডঃ বি আর আম্বেদকরের অবদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান রচনা করা৷ তিনি এদিন বিজেপির মূল শক্তি আর এস এস -এর সমালোচনা করে বলেন ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান পরিষদ যখন সংবিধান গ্রহণ করেন তখন আর এস এস এই সংবিধানের বিরোধিতা করেছিলেন৷ এবং আর এস এস মনু স্মৃতিকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য দাবি তুলেছিল৷ এই মনু স্মৃতির প্রধান বৈশিষ্ট্য হলো চতুরবর্ণে বনে বিভক্ত৷ এবং বর্ণবাদকে বিভক্ত করা৷ বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে যে বিজেপি পরিচালিত সরকার রয়েছে তারা সংবিধানকে পদদলিত ও মান্যতা না দেওয়ার চেষ্টা করছে৷ ২০১৪ সালে সরকারে প্রতিষ্ঠিত হয়ে তারা দেশে এ ধরনের প্রচেষ্টা করে চলেছে বলে তীব্র সমালোচনা করেন উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সুধন দাস৷
সংবিধানের রচয়িতা ডাঃ বি আর আম্বেদকরের জন্ম দিন উপলক্ষ্যে শুক্রবার কিষাণ মোর্চার বনমালীপুর মন্ডলের উদ্যোগে রাজধানীর মঠ চৌমুহনী বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়৷ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন সাধারণ মানুষের মধ্যে গাছের চারা তুলে দেন তিনি৷ প্রদেশ সভাপতি জানান গত ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে৷ সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷
2023-04-14