চৈত্র হাটে জাল নোট সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ চৈত্র মেলা থেকে জাল নোট সহ একজনকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ আটক ব্যক্তির নাম রতন দেব৷ জানা গেছে তার মূল বাড়ি কমলপুর৷ কিন্তু বর্তমানে  কৃষ্ণনগর নিউ বয়েজ ক্লাব এলাকায় ভাড়া থাকেন৷ তার কাছ থেকে প্রথমে ৫ হাজার টাকা উদ্ধার হয়৷ এরপর জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো ৫০০ টাকার জাল টাকা উদ্ধার করে পুলিশ৷ সব মিলিয়ে রতন দেবের কাছ থেকে ৫৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে৷ বৃহস্পতিবার রাতে ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে জ্বাল নোট সহ তাকে আটক করা হয়৷ জ্বাল নোটের উৎস সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *