এক্তেশ্বর গাজন মেলায় নাগরদোলায় চুল জড়িয়ে দূর্ঘটনায় মৃত্যু কিশোরীর

বাঁকুড়া, ১৪ এপ্রিল (হি.স.) : নাগরদোলায় চুল জড়িয়ে দুর্ঘটনা, মাথা থেকে খুলি আলাদা হয়ে মৃত্যু হল তরুণীর। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বরের ঘটনা। মৃত প্রিয়াঙ্কা বাউড়ি (২০) বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুল গ্রামের বাসিন্দা।

বাঁকুড়া শহর লাগোয়া প্রাচীন এক্তেশ্বর শিবমন্দিরে চৈত্র সংক্রান্তিতে গাজন হয়,গাজন উপলক্ষে বড় মেলা বসে।বহু দূর দূরান্ত থেকে মানুষ ভীড় জমায়।দ্বারকেশ্বর নদীর তীরে এই মেলায় বহু গ্রামীন জিনিস, মাটির ও পাথরের আসবাব, হাড়ি কলসি, বেতের জিনিস, মাদুর ইত্যাদি কেনাবেচা হয়।গতকাল বৃস্পতিবার ছিল রাত গাজন, আজ ছিল দিন গাজন।গরম উপেক্ষা করে ভীড় ছিল ভালো। জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে এক্তেশ্বরে গাজনের মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। মেলায় নাগরদোলায় চড়েন তিনি। চুল খোলা থাকায় নাগরদোলা উপরে ওঠামাত্রই হাওয়ায় স্ক্রুর সঙ্গে চুল জড়িয়ে যায়। নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উপড়ে যায় তাঁর।যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *