রাঁচি, ১৪ এপ্রিল (হি.স.): জমি দুর্নীতি মামলায় মোট ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতরা হল-আফসার আলী, ইমতিয়াজ আহমেদ, প্রদীপ বাগচি, মোঃ সাদ্দাম হুসেন, তালহা খান, ভানু প্রতাপ প্রসাদ ও ফায়াজ খান। জমি দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই ঝাড়খণ্ডের আইএএস অফিসার ছাভি রঞ্জনের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই দিন পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে এই আইএএস অফিসারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি।
পশ্চিমবঙ্গের দু’টি ঠিকানায়, একটি বিহারে ও বাকি ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচিতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেই অভিযানের পরই এই ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার ইডি জানিয়েছে। প্রসঙ্গত, আইএএস অফিসার ছাভি রঞ্জন আগে রাঁচির ডেপুটি কমিশনার ছিলেন। জমি দুর্নীতি মামলায় ইডি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অভিযান চালায়।

