নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল, শুক্রবার অসম সফরে যাচ্ছেন। সেখানে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। গুয়াহাটিতে বিহু উৎসবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১১ হাজারেরও বেশি নৃত্যশিল্পী এই উৎসবে অংশ নেবেন। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।
গুয়াহাটিতে এইমস-এর উদ্বোধন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নলবাড়ি, কোকরাঝাড় ও নগাঁও জেলার একাধিক মেডিকেল কলেজের ভার্চুয়াল উদ্বোধন করবেন। গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী মোদী, নামরূপে অবস্থিত অসম পেট্রো কেমিক্যালস লিমিটেডের ৫০০-টিপিডি মিথানল প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এছাড়াও, গুয়াহাটির কাছে ব্রহ্মপুত্র নদের উপর পলাশবাড়ী-সুওলকুচি সেতু এবং আইআইটি- গুয়াহাটিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি

