জব্বলপুর, ১৩ এপ্রিল (হি.স.) : মানি লন্ডারিং মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দল বৃহস্পতিবার জব্বলপুরে অভিযান চালিয়ে প্রাক্তন বিশপ পিসি সিংকে গ্রেফতার করেছে। গত মাসে জব্বলপুরে বিশপের বাড়ি ও অফিসে অভিযান চালানোর সময় জব্দ করা নথি থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডি প্রাক্তন বিশপ পিসি সিংয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা নথিভুক্ত করেছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর অর্থনৈতিক অপরাধ তদন্ত ব্যুরো (ইওডাব্লু) টিম প্রায় সাত মাস আগে বরখাস্ত করা বিশপ পিসি সিংয়ের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নগদ এক কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকা, ১১৮ পাউন্ড, ১৮ হাজার ৩৫২ মার্কিন ডলার, ৮০ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ২ কেজি স্বর্ণালঙ্কারসহ ১৭টি সম্পত্তির নথি ও ৪৮টি ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জব্দ করা হয়। জানা গিয়েছে, তিনি নিজেই ১২৮টি ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এছাড়া তার আত্মীয়স্বজন ও প্রতিষ্ঠানের নামে ছিল ৪৬টি অ্যাকাউন্ট।
উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে প্রতারণার ৩৫টি মামলা সহ পিসি সিংয়ের বিরুদ্ধে প্রায় ৯৯টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে যে পিসি সিং ‘দ্য বোর্ড অফ এডুকেশন চার্চ অফ নর্থ ইন্ডিয়া জব্বলপুর ডায়োসিস’-এর চেয়ারম্যান হয়ে নিজের সুবিধার জন্য জব্বলপুর সহ দেশের বিভিন্ন শহরে অবস্থিত সংস্থার জমি বিক্রি করেছেন। এসব অভিযোগের প্রাথমিক তদন্তের পর তাকে গ্রেফতার করেছে ইডি।