আইজিএম হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : আগরতলা শহরের সরকারি হাসপাতালগুলোতে চাপ কমাতে জেলা এবং মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। আজ আইজিএম হাসপাতাল পরির্দশনে গিয়ে এমটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের জন ঔষধি কাউন্টারটি ঘুরে দেখেছেন। তারপর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। হাসপাতালে সমস্যা সম্পর্কে জানতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি কথা বলেছেন।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হাসপাতাল পরির্দশনে কিছু ত্রুটি নজরে এসেছে। অতিসত্বর ওই ত্রুটিগুলি সংশোধন না করা হলে আগামী দিনে সমস্যা দেখা দেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সংকল্পবদ্ধ।
তিনি চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, হাসপাতালে আসা রোগী বা রোগীর পরিজনদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। সাথে তাঁর দাবি, আগরতলা শহরে সরকারি হাসপাতালগুলোতে চাপ কমাতে জেলা এবং মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *