আগামীকাল তিন দিনের সফরে উত্তরাখণ্ডে আসবেন প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ


দেহরাদুন, ১৩ এপ্রিল(হি.স.) : আগামীকাল ১৪এপ্রিল থেকে তিনদিনের উত্তরাখণ্ড সফরে থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এ সময় তিনি লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি রাজভবনে অবস্থান করবেন।

প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (সেনি)ও তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন।
রাজভবনে তাঁর সম্মানে রাষ্ট্রীয় ভোজসভারও আয়োজন করা হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তির পুষ্পস্তবক অর্পণ করবেন।