চন্ডীগড়, ১২ এপ্রিল (হি.স.) : আয় বহির্ভূত সম্পদের মামলায় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা চরণজিৎ সিং চান্নিকে তলব করল পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো। চান্নিকে বুধবার ব্যুরোর মোহালি অফিসে হাজির হতে বলা হয়েছে। চান্নি আয়ের উৎসের তুলনায় অসম পরিমাণ সম্পদ সংগ্রহ করেছেন, এই তদন্ত করছে ভিজিল্যান্স ব্যুরো।
গত মাসে চান্নির বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়, দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এই প্রথম তিনি ব্যুরোতে হাজির হচ্ছেন।