তৃষা, লক্ষীর দুর্দান্ত পারফরম্যান্সে টানা জয়ে বিদ্যাসাগর বিদ্যালয়

নন্দননগর:- ১২৮/৫(২০)

বিদ্যাসাগর:- ১২৯/২(১৪.৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ও এগুচ্ছে দারুন গতিতে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত পশ্চিম জোনাল অনূর্ধ্ব ১৭ অান্ত: স্কুল বালিকাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। পরপর চার ম্যাচে জয়ী হয়ে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখন চ্যাম্পিয়নেরও দাবিদার। চতুর্থ ম্যাচে আজ, বুধবার বিদ্যাসাগর বিদ্যালয় ৮ উইকেটের ব্যবধানে নন্দননগর স্কুলকে পরাজিত করেছে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে দ্বিতীয় বেলার ম্যাচে টস জিতে বিদ্যাসাগর বিদ্যালয় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নন্দননগর স্কুল দল সীমিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তৃষা ছেত্রীর ৩৫ রান উল্লেখযোগ্য। তবে অতিরিক্ত হিসেবে ৬৬ রান না পেলে নন্দননগর স্কুল দল আরও আগেই হেরে যেতো। বিদ্যাসাগর বিদ্যালয়ের পুনমদিতা দেবনাথ, তৃষ্ণা দাস ও লক্ষ্মী দেবনাথ একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বালিকারা ১৪.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার তৃষা দাস সাত রানে এবং দলনেত্রী স্নেহা দেবনাথ নয় রানে পেভিলিয়নে ফিরলেও তৃষা দেবনাথ ও লক্ষী দেবনাথ জুটির অনবদ্য ব্যাটিং দলকে দ্রুত জয় এনে দেয়। তৃষা দেবনাথ ৪৫ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৩ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। লক্ষ্মী অপরাজিত ছিল ২০ রানে। অতিরিক্ত হিসেবে প্রাপ্ত 30 রানও তাদের কিছুটা কাজে এসেছে। নন্দননগর স্কুলের পূর্ণিমা দেবনাথ ও দেবিকা নমঃ একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *