বাঁকুড়া, ১২ এপ্রিল (হি. স.) : ‘মা,বোন, সহযোদ্ধাদের নতমস্তকে প্রণাম যারা ৪২ ডিগ্রির এই দাবদাহেও ময়দান ছাড়েননি। মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব। ২০১৯ সালে যারা আচ্ছে দিনের অপেক্ষায় বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু চার বছরেও আচ্ছে দিন আসেনি। তবে প্রতি মূহুর্তে আপনাদের পাশে আছি।’
বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভা এ কথা বলেন তৃণমূলের সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি অধিকার আদায়ে মমতার হাত শক্ত করতে হবে বলে আহ্বান জানান। এদিন মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, আপনারা ভেবেছিলেন গ্রামে গ্রামে মোদী সরকার চাকরির ব্যবস্থা করবে, ভেবেছিলেন কৃষক-শ্রমিক তার অধিকার পাবে, পেট্রোলের দাম কমবে। কিন্তু কী দেখেছেন? সৌমিত্র খাঁদের এলাকায় দেখা যায়নি। দুই সাসংদকে এলাকায় দেখা যায় না। তবে আপনার দুঃখের দিনে পাশে তৃণমূল রয়েছে। বাংলার মানুষের উপর অত্যাচার করেছে সিপিএম। দিদির আমলে গ্রামে গ্রামে জলের পরিষেবা পৌঁছে গিয়েছে। ১০ বছর আগে এখনকার পরিবেশ ছিল?

