ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। দারুন চমক অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের বি-গ্রুপের খেলায়। বিলোনিয়াকে ৫২ রানের ব্যবধানে হারিয়ে সাব্রুম যেমন চমক দেখিয়েছে। তেমনি অঘটন ঘটিয়েছে সোনামুড়া, ৭ উইকেটের ব্যবধানে উদয়পুরকে হারিয়ে। শান্তিরবাজারে বাইখোড়া স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ত্রিপুরা সর্বাধিক ৮২ রান পায়। ইমন ১০৩ গোল খেলে দশটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮২ রান সংগ্রহ করেছে। বিলোনিয়ার তপন ঘোষ ২২ রানে দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া ৩৮.২ ওভার খেলে ১৯৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে নজরুল ইসলাম শুভ-র অর্ধশতক ও শুভম রায়ের ৪০ রান চোখে পড়লেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। সাব্রুমের বোলার অভিজিৎ ত্রিপুরা ৩২ রানে চারটি এবং ইমন ত্রিপুরা ২৮ রানে দুটি উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সে ইমন পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।
সাব্রুম স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপের অপর খেলায় টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যটিং নৈপুণ্য দেখাতে পারেনি। সোনামুড়ার তানভীর সোহেল ও জুয়েল হোসেনের বোলিং দাপটে উদয়পুর ৬১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়, ১৬.৪ ওভার খেলে। উদয়পুরের শ্রীমান দেবনাথ সর্বাধিক ২৭ রান পায়। তানভীর ১৭ রানে পাঁচটি এবং জুয়েল এক রানে দুটি উইকেট তুলে নেয়। পাল্টা ব্যাট করতে নেমে সোনামুড়া মূলতঃ লো-স্কোরিং টার্গেট পেয়ে ১৪.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। সানোয়ার হোসেনের ১৭ রান এবং রায়হান আহমেদের অপরাজিত ১৫ রান দ্রুত দলকে জয় এনে দেয়। দুর্দান্ত বোলিং এর সৌজন্যে তানভীর পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

