ইটানগর, ১১ এপ্রিল (হি.স.) : ভারতের আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তঘেঁষা আনজাও জেলার কিবিথু গ্ৰামে আজ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন, পরিষদীয় মন্ত্রী বামাং ফেলিক্স, প্রদেশ বিজেপি সভাপতি বিয়ুরাম বহগে, সাংসদ তাপির গাও বিধায়ক দাচাংলু পুল এবং রাজ্য পুলিশ, আইটিবিপি ও সাধারণ প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আয়োজিত প্রাতঃরাশ অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুদিনের সফরসূচি নিয়ে অরুণাচল প্ৰদেশ এবং অসমে এসেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। গত কাল তিনি অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তঘেঁষা আনজাও জেলার কিবিথু গ্ৰামে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’, ‘গোল্ডেন জুবিলি বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম’-এর অধীনে অরুণাচল প্রদেশ সরকারের নির্মিত নয়টি মাইক্রো হাইডেল প্রকল্প সহ লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরালা) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্রপ্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর বহু প্রকল্প উদ্বোধন করেছেন।
আজকের বৈঠকে গতকালের মতো ফের চিনের দিকে আঙুল তুলে অমিত শাহ বলেন, ভারতে যতদিন মোদী সরকার রয়েছে, এক ইঞ্চি দূরের কথা, কেউ আমাদের সুচাগ্র জমিও দখল করতে পারবে না। আমাদের দেশের দিকে কুনজর দেওয়ার ধৃষ্টতা দেখাতে পারবে না কেউ। সে দিন অতীত, যেদিন ভারতের মাটিতে আগ্রাসন চালানোর চেষ্টা করত প্রতিবেশী রাষ্ট্র। আজ আমাদের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিদকদের ক্ষমতায়ন ও দৈনন্দিন জীবনশৈলী উন্নয়নের জন্য প্ৰতিশ্ৰুতি অনুযায়ী কাজ করছে মোদী সরকার।
কিবিথু গ্ৰাম থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।