মহাত্মা ফুলের চিন্তাধারা লক্ষ লক্ষ মানুষকে আশা ও শক্তি প্রদান করে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): বিশিষ্ট সমাজকর্মী ও সমাজ সংস্কারক মহাত্মা ফুলে-কে তাঁর জন্মবার্ষিকীতে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী লিখেছেন, মহাত্মা ফুলের চিন্তাধারা লক্ষ লক্ষ মানুষকে আশা ও শক্তি প্রদান করে।

১১ এপ্রিল দিনটি মহারাষ্ট্রের বিশিষ্ট সমাজকর্মী ও সমাজ সংস্কারক মহাত্মা ফুলের জন্মবার্ষিকী। মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, জন্মবার্ষিকীতে মহাত্মা ফুলে-কে আমার সশ্রদ্ধ প্রণাম। সামাজিক ন্যায়বিচার এবং দরিদ্রদের ক্ষমতায়নে তাঁর অভূতপূর্ব অবদানকে স্মরণ করছি। তাঁর চিন্তাভাবনা লক্ষ লক্ষ মানুষকে আশা ও শক্তি প্রদান করে।