নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মঙ্গলবার বেলা ১০.৫৩ মিনিট দিল্লিতে ইডি-র সদর দফতরে পৌঁছে যান তেজস্বী যাদব। তদন্তকারী মুখোমুখি হয়েছেন তিনি।
নতুন করে ইডি-র সমন পাওয়ার পর মঙ্গলবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এর আগে এই মামলায় তেজস্বীর দিদি ও রাজ্যসভার সাংসদ মিসা ভারতীকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। আবার প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

