২৪-এর নিৰ্বাচনে অসম থেকে ১২টি আসনে জয়ী হবে বিজেপি, ৩০০-র বেশি সাংসদ নিয়ে তৃতীয়বারের জন্য প্ৰধানমন্ত্ৰী হবেন মোদীই : অমিত‘রাহুল বাবা, সময় আছে, এখনই নিজেকে সংশোধন করে নাও, নইলে গোটা দেশ থেকে কংগ্ৰেস নিশ্চিহ্ন হয়ে যাবে’

ডিব্রুগড় (অসম), ১১ এপ্রিল (হি.স.) : ২০২৪-এর সাধারণ নিৰ্বাচনে অসমের ১৪ আসনের মধ্যে ১২টিতে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। সংসদে ৩০০-র বেশি নির্বাচিত সাংসদ নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃতীয়বারের জন্য প্ৰধানমন্ত্ৰী হবেন নরেন্দ্র মোদীই, জোরের সঙ্গে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতা অমিত শাহ।
আজ মঙ্গলবার ডিব্ৰুগড়ের মানকাটা খেলার মাঠে আয়োজিত দলীয় বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতা অমিত শাহ। সমাবেশে তিনি কংগ্ৰেস এবং দলীয় নেতা রাহুল গান্ধীর ব্যঙ্গ করতে ভুলেননি। রাহুলের তুলোধোনা করে বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গোটা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। রাহুল গান্ধী সমগ্ৰ দেশ যখন ভ্রমণ করছেন, তখন উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য থেকে উৎখাত হয়ে গেছে কংগ্ৰেস। এত সব দেখেও ‘রাহুল বাবার’ বোধগম্য হচ্ছে না। বিদেশে গিয়ে দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তাই সময় থাকতে রাহুল গান্ধীকে পরামৰ্শ দিয়ে শাহ বলেন, ‘রাহুল বাবা, সময় আছে, এখনই নিজেকে সংশোধন করে নাও, নইলে কেবল উত্তর-পূৰ্বাঞ্চলেই নয়, গোটা দেশ থেকে একদিন আপনার দল কংগ্ৰেস নিশ্চিহ্ন হয়ে যাবে।
মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেব ও সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকাকে প্ৰণাম এবং অসমবাসীর প্রতি বিহুর শুভেচ্ছা জানিয়ে আজ তাঁর ভাষণ শুরু করেন অমিত শাহ। আজ ডিব্ৰুগড়ে বিজেপির জোনাল কাৰ্যালয়ের ভূমিপূজন এবং শিলান্যাস করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহ বলেন, বিজেপি সংগঠনের আধারে পরিচালিত পৃথিবীর সর্ববৃহৎ একটি দল। কাৰ্যালয় দলের সব গতিবিধির কেন্দ্ৰ। আজ এই ক্ষেত্ৰীয় কাৰ্যালয় থেকে ছয়টি লোকসভা আসনের পাশাপাশি ডিব্ৰুগড় ক্ষেত্ৰের কার্যকৰ্তাদের সাংগঠনিক কাজকর্ম মসৃণভাবে চলবে।
সমাবেশে প্রদত্ত ভাষণে অমিত শাহ বলেন, কিছুদিন আগে উত্তর-পূৰ্বাঞ্চলের তিন রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নিৰ্বাচনে বিজেপি ভালো ফলাফল প্ৰদৰ্শন করে ওই তিন রাজ্যে সরকারের অংশীদার হয়েছে। ত্ৰিপুরায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে। নাগাল্যান্ড বিধানসভায় ১৩ জন বিধায়কের সঙ্গে বিজেপি দ্বিতীয়বার উপমুখ্যমন্ত্ৰী পদ নিয়ে সরকারে আছে এবং মেঘালয়েও দ্বিতীয়বারের মতো সরকারের অংশীদার হয়েছে। অসমের জনতা উত্তর-পূৰ্বাঞ্চলে বিজেপি যে বিজয় যাত্ৰা শুরু করেছিল, সেই যাত্ৰার ফলে আট রাজ্যের মধ্যে নিজের সফল যাত্ৰা সমাপ্ত করেছে দল, বলেন অমিত।
অমিত শাহ বলেন, যে প্ৰধানমন্ত্ৰী সমগ্ৰ বিশ্বে ভারতকে গৌরবান্বিত করেছেন, ভারতকে সুরক্ষিত করেছেন, উত্তর-পূৰ্বাঞ্চল থেকে সন্ত্ৰাসবাদ সমাপ্ত করেছেন, উত্তর-পূৰ্বাঞ্চলে ৫০ বারের বেশি সফর করে এই অঞ্চলের উন্নয়নে গতি এনেছেন, উত্তর-পূৰ্বাঞ্চলে বহু উন্নয়নমূলক প্রকল্পের রূপায়ণ করছেন, সেই প্ৰধানমন্ত্ৰীকে কংগ্ৰেস বলে ‘মোদী আপনার কবর খোদাই হবে’। তবে কংগ্ৰেসকে মনে রাখতে হবে, ‘তোমাদের এ সব কথায় কোনও কাজ হবে না, কেননা অসম সহ দেশের ১৩০ কোটি জনতা দিবারাত্রি প্ৰধানমন্ত্ৰী মোদীর দীৰ্ঘায়ু কামনা র প্ৰাৰ্থনা করেন।
প্রসঙ্গক্রমে রাহুল গান্ধীকে আবারও কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, ‘মোদীকে যতই গালিগালাজ দিন-না কেন, আপনার মা–ও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। যত জোরে যত বেশি গালি দেবে, পদ্ম ফুল ততই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে।’
এছাড়া তিনি বলেন, আগামী ১৪ এপ্ৰিল প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী বিহুর বিশ্ব ইতিহাস রচনাকালে গুয়াহাটিতে উপস্থিত থাকবেন। বিহু অসমের জন্য, সব দেশের জন্য এক শুভ উৎসব।
আরও বলেন, আজ এমন এক সময় প্রধানমন্ত্রী মোদী এখানে আসবেন, যখন অসমের ৭০ শতাংশ এলাকা থেকে আফসপা প্রত্যাহার করা হয়েছে, বড়োল্যান্ড, কারবি অঞ্চলে শান্তির পরিবেশ নেমে এসেছে, আট আদবাসী উগ্রপন্থী সংগঠন মূলস্রোতে ফিরে এসেছে। অসম আজ প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমা বিবাদ সমাপ্ত করার দিকে এগিয়ে যাচ্ছে। প্ৰধানমন্ত্ৰী মোদীর সুশাসনের ফলেই অসম আজ এভাবে প্ৰগতির দিকে দ্রুত গতিলাভ করছে, বলেন শাহ।

তিনি বলেন, অসমে দ্বিতীয় মেয়াদের বিজেপি নেতৃত্বাধীন সরকার ৪১ হাজারের বেশি বেকারকে সরকারি চাকরি দিয়েছে। প্ৰতি কুইন্টাল ১,৯৪০ টাকা করে ৪৪ হাজার কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে, মিলেটসের শ্ৰীঅন্ন উৎপাদনে ২৫ হাজার হেক্টরের বেশি বাজরা মিশন নিয়ে অগ্রসর হচ্ছে অসম, প্ৰাকৃতিক খেতের জন্য ২০ হাজার হেক্টর ভূমি চিহ্নিত করা হয়েছে, ২ লক্ষ হেক্টর জমিতে পাম অয়েল রোপণের কাজ চলছে, ১২টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হয়েছে, নতুন ১২টি মেডিক্যাল কলেজের কাজ বাকি আছে এবং প্ৰধানমন্ত্ৰী মোদী বিহুর দিন অসমের জনসাধারণকে এইমস উপহার দেবেন, ভাষণে বলেন অমিত শাহ।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী আরও বলেন, প্ৰধানমন্ত্ৰী মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার অসমে উন্নয়নের ধারা প্রবাহিত করেছে। কেন্দ্ৰে প্ৰধানমন্ত্ৰী মোদী এবং অসমে হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে অসম এখন দ্ৰুত উন্নয়নের মুখ দেখতে পেরেছে। তিনি বলেন, এবার কেন্দ্ৰীয় বাজেটে ডোনার মন্ত্ৰালয়ের জন্য ৬৫ শতাংশ তহবিল বাড়ানো হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রতি রাজ্যবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন অমিত শাহ।

আজকের সমাবেশে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ ছাড়া ভা্ষণ দিয়েছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সেনোয়াল, কেন্দ্ৰীয় প্রতিমন্ত্ৰী রামেশ্বর তেলি, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ। ছিলেন দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, কয়েকজন সাংসদ, বিধায়ক, দলের বিভিন্ন পদমর্যাদার নেতা-কার্যকর্তা এবং স্থানীয় বহুজন।