পাঠানে’র পর এবার ভাইজানের রাজত্ব

মুম্বই,১১ এপ্রিল (হি. স.): সলমন খানের আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। সোমবার নির্দিষ্ট সময়ই মুক্তি পায় ছবির ট্রেলার। যেখানে, টানটান অ্যাকশনে আবারও চেনা লুকে ধরা দিলেন বলিউড ভাইজান।

ইদের বক্স অফিসকে একেবারে পকেটে পুরতে হাজির বলিউডের ভাইজান সলমন খান। কাঁধ লম্বা চুল, দাবাং স্টাইল, সলমন একেবারে অ্য়াকশন অবতারে। কখনও এক ঘুঁষি ভেঙে ফেলছেন বাড়ির দেওয়াল, কখনও এক লাথিতে উড়িয়ে দিচ্ছে খলনায়ককে। চলন্ত মেট্রো রেলে ধুন্ধুমার অ্য়াকশন থেকে নায়িকার সঙ্গে মিষ্টি প্রেম। ভায়ালেন্স থেকে রোম্যান্স সলমনের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ যে এই বছরের বড় চমক হতে চলেছে তাঁর ইঙ্গিত রয়েছে ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার। সলমন ভক্তরা যে ফের সলমনের সেই দাবাং রূপ দেখতে পাবেন তার ঝলক কিন্তু খোদ ভাইজানই দিয়ে দিলেন এই ছবির ট্রেলারে।