রেটিং দাবা জমজমাট রাজ্যের দাবাড়ুরাই শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। চতুর্থ রাউন্ডের শেষে অনাবিল শীর্ষে। ত্রিপুরা চেজ এসোসিয়েশন আয়োজিত ফিডে রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আগরতলার এনএসআরসিসি-র ইনডোর হলে। রবিবার থেকে শুরু হয়ে নয় রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের মোটা অঙ্কের প্রাইজমানি প্রদান করা হবে। বহিঃ রাজ্য এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও কয়েকজন দাবাড়ু রাজ্য সংস্থা আয়োজিত প্রথমবারের মতো এই রেটিং দাবায় অংশ নিয়েছেন। আজ, সোমবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ত্রিপুরার অনাবিল গোস্বামী চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় শীর্ষেও রয়েছে ত্রিপুরার প্রসেনজিৎ নমশুদ্র এবং আত্রেয় রায় বর্মন সম সংখ্যক চার পয়েন্ট নিয়ে। তবে আসামের নলিনাক্ষ্য কাশ্যপ রয়েছে চতুর্থ শীর্ষে। অনূর্ধ্ব ১৫ রেটেড দাবাড়ু এই নলিনাক্ষ্য। ত্রিপুরার দাবাড়ু দেবাংকুর ব্যানার্জিও এ পর্যন্ত অপরাজিত থেকে পঞ্চম শীর্ষে অবস্থান করছে। স্বর্ণদ্বীপ নাথ ও বাপু দেববর্মা রয়েছে ষষ্ঠ ও সপ্তম স্থানে। দুজনেই সাড়ে তিন করে পয়েন্ট পেয়ে। অনুরাগ ভট্টাচার্য, অভিজ্ঞান ঘোষ, শাক্য সিং মোদক, দীপক চৌহান সহ ১৯ জনের প্রাপ্ত পয়েন্ট তিন। উল্লেখ্য, মোট ১০৮ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। একযোগে খেলা হচ্ছে ৫৪ টি বোর্ডে। আগামীকাল টুর্নামেন্টের তৃতীয় দিনে পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা হবে। বলাবাহুল্য টুর্নামেন্টে আরবিটারের ভূমিকা পালন করছেন অনুপম ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *