১১ এপ্রিল ওয়ানাডে যাচ্ছেন রাহুল গান্ধী, অংশ নেবেন জনসভা ও রোড শো-তে

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): কেরলের ওয়ানাডে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার, ১১ এপ্রিল নিজের প্রাক্তন সংসদীয় কেন্দ্র ওয়ানাডে যাচ্ছেন রাহুল গান্ধী। সাংসদ পদ চলে যাওয়ার পর এই প্রথমবার ওয়ানাডে যাচ্ছেন রাহুল গান্ধী। সফরকালে জনসভায় অংশ নেবেন তিনি, পাশাপাশি রোড শোও করার কথা রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।

সোমবার কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ১১ এপ্রিল, মঙ্গলবার ওয়ানড সফরে যাবেন রাহুল গান্ধী। এই সফরকালে জনসভায় অংশ নেওয়ার পাশাপাশি রোড শো করবেন তিনি। আরও বেশি কিছু কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। প্রসঙ্গত, গুজরাটের সুরাটের একটি আদালত রাহুল গান্ধীকে ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্যের জন্য দোষীসাব্যস্ত করেছে। রাহুলকে কারাদণ্ডেরও সাজা দেওয়া হয়, এরপর রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়।