কেরলকে পাঁচ গোল দিয়ে সুপার কাপের অভিযান শুরু মোহনবাগানের

কোঝিকোড়, ১০ এপ্রিল(হি.স.) : কেরলকে পাঁচ গোল দিয়ে মধুর প্রতিশোধ নিল মোহনবাগান। শেষবার এএফসি কাপে এই গোকুলাম কেরলের সঙ্গে সাক্ষাতেই পরাস্ত হয় সবুজ-মেরুন শিবির। শুধু তাই নয়, দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরিও সেই ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। কোঝিকোড়ে সোমবার সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে সব যন্ত্রণার জবাব সুদে-আসলে দিলেন ফেরান্দোর ছেলেরা। দলগত পারফরম্যান্সে ঘরের মাঠেই কেরলকে নাস্তানাবুদ করল মোহনবাগান।

মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে, তা ভালই জানতেন গোকুলামের স্প্যানিশ কোচ ফ্রান্সিস বোনেট। তবে গোকুলামকে ঠিকমতো না চেনাই ছিল মোহনবাগানের বিরুদ্ধে তাঁর মূল অস্ত্র। কিন্তু চ্যাম্পিয়নরা যে দীর্ঘ ছুটি কাটিয়েও দুরন্ত ছন্দে, তারই প্রমাণ মিলল এইএমএস স্টেডিয়ামে। এদিন শুরু থেকেই বিপক্ষের ডেরায় আক্রমণ শানান পেত্রাতোসরা। যার ফল মেলে খেলার সাত মিনিটেই। দুরন্ত গোলে দলকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। ২৭ মিনিটে লং শটে দর্শনীয় গোলটিও করেন কোলাসোই।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে কেরলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন হুগো বুমোস। স্বাভাবিকভাবেই তিন গোল হজম করে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে কেরলের। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও অবশ্য বিশেষ লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *