হরিশ্চন্দ্রপুর, ১০ এপ্রিল (হি. স.) : মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প বসার আগেই ফর্ম বিক্রি করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল কয়েকজন ব্যবসায়ী যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, এদিন দুয়ারে সরকার ক্যাম্পে সারিবদ্ধভাবে বসেছিল কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী, বিদুৎ বিল, জমির মিউটেশন পরিষেবার ক্যাম্প এবং এর পাশাপাশি বসে ছিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ক্যাম্পও। অভিযোগ, দুয়ারে সরকারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের ক্যাম্প থাকলেও তাতে কোনও সরকারি কর্মচারী নেই। এই কাঠফাটা রোদে ফর্ম নিতে ও জমা দিতে এসে হণ্য হয়ে ঘুরে যেতে হয় যুবকদের। বাধ্য হয়ে কয়েকজন যুবক ক্যাম্পের সামনে বসে বিক্ষোভ দেখান।
এই বিষয়ে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বিল্টু সরকার জানান, বাইরে ফর্ম বিক্রির অভিযোগটি একেবারে ভিত্তিহীন। তবে ক্যাম্পে কেউ ছিল না তা তিনি স্বীকার করে নেন। এরপর ক্যাম্পে এক পঞ্চায়েত কর্মচারীকে বসিয়ে ফর্ম দেওয়া নেওয়ার কাজ শুরু করেন।