নদীয়া, ১০ এপ্রিল (হি. স.) : নদীয়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট এবং মদের বোতল । চোরাকারবারীরা এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
চোরাচালানের বিরুদ্ধে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে বিএসএফ জওয়ানরা। তারা কলা বাগানের কাছে কয়েকজন চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তল্লাশি করে, জওয়ানরা একটি প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায় যাতে আটটি নিষিদ্ধ ট্যাবলেট (প্রতিটি স্ট্রিপে ১০টি ট্যাবলেট) রয়েছে। এরপর ধানক্ষেত থেকে ১২০ বোতল মদ (ব্ল্যাক হান্ট) সহ একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ ১১ হাজার আটশ টাকা।