মাইবাং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই)-র অধীনে আট হাজার গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে দু-হাজার গৃহ নির্মাণের কাজ চলছে। ডিমা হাসাও জেলায় ঝটিকা সফরে এসে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিতকুমার দাস।
আজ সোমবার ডিমা হাসাও জেলার মহকুমা সদর মাইবাঙে জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস করে মন্ত্রী রঞ্জিত দাস বলেন, ডিমা হাসাও জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এখন পর্যন্ত আট হাজার ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই প্রকল্পের অধীনে আরও দু-হাজার ঘর নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে যে সকল সুবিধাভোগী বাদ পড়েছেন তাঁদের সবাইকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। তবে অসমে চলমান প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সম্পূর্ণ হয়ে উঠলে।
মন্ত্রী দাস বলেন, অসমের জন্য এবারের বাজেটে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই মুখ্যমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এই প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করে দেওয়া হবে জেলার গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমারেখার নীচের পরিবারদের, বলেন মন্ত্রী।
এদিন মাইবাঙে জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস করে মন্ত্রী রঞ্জিতকুমার দাস ঘোষণা করেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ নম্বর নির্বাচন কেন্দ্রে সিএলডিসি কমিইউনিটি হল নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে মোট পাঁচ কোটি ৬০ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া তিনি বলেন, রাজ্যের অন্যান্য জেলায় পঞ্চায়েত সচিব রয়েছে। কিন্তু ডিমা হাসাও জেলায় পঞ্চায়েত সচিব নেই। এখানে সব কাজ দেখেন গ্রাম প্রধানরা। তাই গ্রাম-প্রধানদের বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ডিমা হাসাও জেলার মাইবাঙে জেলা রিসোর্স সেন্টার নির্মাণ করা হচ্ছে।
মন্ত্রী রঞ্জিত দাস মাইবাঙে খণ্ড উন্নয়ন কার্যালয়ের নতুন ভবনেরও উদ্বোধন করেছেন আজ। সোমবার জেলা রিসোর্স সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য গলোঞ্জ থাওসেন, রতন জারামবুসা, বিজিৎ লাংথাসা, পার্বত্য পরিষদের প্রধানসচিব টিটি দাওলাগাপু, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সচিব মনীন্দ্র শর্মা প্রমুখ।