নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রবিবার লেকুঙ্গা থানার অন্তর্গত লক্ষীপাড়া এলাকায় মাটিকাটাকে কেন্দ্র করে মধু সাহা নামে এক ব্যক্তির নেতৃত্বে তার পরিবারের চার থেকে পাঁচ জন মিলে সঞ্জু দাস নামে এক যুবককে কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন৷ সঞ্জু দাস অভিযোগ করেন তার একটি জায়গায় মেশিন দিয়ে মাটি কাটার সময় মধু সাহা এবং তার পরিবারের লোকজন বাধা দেন৷ কিন্তু সঞ্জু দাস বলেন নিজের জায়গার মাটি কাটছিলেন তিনি তাদের কি সমস্যা এতেই উত্তেজিত হয়ে পড়ে মধু সাহা এবং তার পরিবারের লোকজন৷ কোন কিছু বুঝে ওঠার আগেই মধু সাহা এবং তার পরিবারের লোকজন সঞ্জু দাসের উপর আক্রমণ করে৷ বেশ কয়েকটি কাঁচের বোতল দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন সঞ্জু দাস পরে তার পরিবারের লোকজন সঞ্জু দাস কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ পরে তার পরিবারের পক্ষ থেকে মধুর সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে লেকুঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন৷ ঘটনার পর পুলিশ এখন অব্দি কাউকে গ্রেপ্তার কিংবা আটক করতে সক্ষম হয়নি বলে জানা যায়৷
2023-04-09