ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। রবিবার দিনটা কাটলো বিরতির দিন হিসেবে। আগামীকাল অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে পুনরায় ৭ মাঠে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহনপুর স্কুল মাঠে সদর-এ দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে মোহনপুর খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। শান্তিরবাজার মাঠে উদয়পুর ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। সাব্রুমে খেলবে শান্তিরবাজার, সোনামুড়ার বিপক্ষে। বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সদর-বি খেলবে অমরপুরের বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে কৈলাশহর ও আমবাসা পরস্পরের মুখোমুখি হবে। কৈলাশহরের মাঠে ধর্মনগর খেলবে কাঞ্চনপুরের বিরুদ্ধে। তাছাড়া, আর কে এম মাঠে কমলপুর খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে। উল্লেখ্য, শনিবার প্রথম দিনের খেলায় মোহনপুর ৪ উইকেটে খোয়াইকে, বিশালগড় ৩৮ রানে তেলিয়ামুড়াকে, শান্তিরবাজার ছয় উইকেটে সাব্রুমকে, সোনামুরা ছয় উইকেটে বিলোনিয়াকে, অমরপুর ৭৫ রানে আমবাসাকে, লংতরাইভ্যালি চার রানের ব্যবধানে কমলপুরকে এবং গন্ডাছড়া ১৬৪ রানের বিশাল ব্যবধানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে।
2023-04-09