নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ চেকিং চলাকালীন সময় রেল থেকে পড়ে গুরুতর আহত এক রেল পুলিশ৷ ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে৷ অভিযোগ, তাঁকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে৷ অন্যান্য দিনের মতো এদিন রাতেও তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনে চলছিলো রেলে চেকিং৷ সেসময় রতন কুমার ঘোষ (৫৭) নামের রেল পুলিশকে কে বা কারা রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠে৷ এতে গুরুতর আহত হয় রেল পুলিশ৷ পরবর্তী সময় তেলিয়ামুড়া রেল স্টেশনের অন্যান্য পুলিশ কর্মীরা আহত অবস্থায় রেল পুলিশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সেখান থেকে তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷
2023-04-09