ঘরোয়া টি-২০ ক্রিকেটে আজ ওপিসি-পোলস্টার, শতদল-হার্ভে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখন জমজমাট মুহূর্তে রয়েছে। গ্রুপ লীগের খেলা এখন মাঝামাঝি পর্যায়ে চলছে। যদিও আজ, রবিবার টুর্নামেন্টের কোনও ম্যাচ ছিল না। আসরে বিরতি বলা চলে। আগামীকাল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ন’টায় ওল্ড প্লে সেন্টার খেলবে পোলস্টারের বিরুদ্ধে। বেলা সোয়া একটায় দ্বিতীয় ম্যাচে শতদলক সংঘ ও হার্ভে পরস্পরের মুখোমুখি হবে। মূল পর্বে খেলার ব্যাপারে চারটি দলেরই এখনও সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল ম্যাচের পর কোয়ার্টার ফাইনালের চিত্র অনেকটা পরিষ্কার হয়ে যাবে। উল্লেখ্য, এ-গ্রুপের এ পর্যন্ত ১২টি ম্যাচের শেষে স্ফুলিঙ্গ, কসমোপলিটন, ব্লাড মাউথ ও মৌচাক মূল পর্বের লক্ষ্যে এগিয়ে রয়েছে। সুযোগ বুঝে চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে চলমান সংঘ ও সংহতি। তবে পরপর তিনটি ম্যাচে হেরে পিছিয়ে রয়েছে ইউনাইটেড বিএসটি। বি-গ্রুপেরও একই রকম, বারোটি ম্যাচের শেষে জেসিসি, ইউনাইটেড ফ্রেন্ডস, বিসিসি এবং ও পি সি মূল পর্বের লক্ষ্যে অগ্রণীতে রয়েছে। পোলস্টার, হার্ভেও সুযোগের অপেক্ষায় রয়েছে। শতদল সংঘ অনেকটাই পিছিয়ে পড়েছে টানা তিন ম্যাচে হেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *