অযোধ্যা, ৯ এপ্রিল(হি.স.) : ভগবান শ্রী রামের শহর অযোধ্যায় পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। অযোধ্যায় তিনি শ্রীরাম জন্মভূমিতে গিয়ে রামলালা দর্শন করবেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে রাম কথা পার্কে। হাজার হাজার শিব সৈনিকের উপস্থিতিতে সেখানে জমকালো স্বাগত জানানো হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত রামচন্দ্র দাস পরমহংসের সমাধিস্থলে প্রণাম করেন। সেখান থেকে একনাথ শিন্দে পায়ে হেঁটে রামলালা দর্শনে যান।

