আজ আইপিএলে ডাবল হেডার, কলকাতার মুখোমুখি হচ্ছে গুজরাট আর হায়দরাবাদের মুখোমুখি পঞ্জাব

আহমেদাবাদ, ৯ এপ্রিল(হি.স.) : আজ আইপিএলে রয়েছে ডাবল হেডার। রবিবার বিকেলে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। ফলে হার্দিকদের যেমন আত্মবিশ্বাসের অভাব নেই। গুজরাট আবার আজ খেলবে হোম গ্রাউন্ডে।

তেমনই রানাদেরও আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আরসিবি কে হারিয়ে কলকাতার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আপাতত লিগ টেবলের দুই নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। আর ৪ নম্বরে রয়েছে নাইটরা।
আইপিএলের মঞ্চে ১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে জিতেছিল গুজরাট। এ বার দেখার নতুন মরসুমে কলকাতা কি টেক্কা দিতে পারে গুজরাটকে?

অন্যদিকে এদিন রাতে মুখোমুখি হবে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস।
চলতি আইপিএলে এই ২টো দলই ২টো করে ম্যাচে খেলেছে। প্রীতির পঞ্জাব ২টিতেই জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ দু’টি ম্যাচেই হেরেছে। এ বার দেখার ঘরের মাঠে হায়দরাবাদ হারের হ্যাটট্রিক আটকাতে পারে নাকি।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২০ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে হায়দরাবাদ জিতেছিল ১৩ বার আর পঞ্জাব জিতেছিল ৭ বার। নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার।