শান্তিরবাজার, ৯ এপ্রিল (হি. স.) : ভারতীয় জনতা পার্টি ৪৪তম প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে সামাজিক ন্যায় সপ্তাহকে সামনে রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিলোনিয়া মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিলোনিয়া সিনেমা হলচৌমুহনীস্থিত আবুল কালাম আজাদ কমিউনিটি হলে।
এইদিনের আয়োজিত শিবিরে নেতৃত্বেদের মধ্যে উপস্থিত ছিলেন , মন্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপি রাজ্য কমিটির সদস্য নিখিল চন্দ্র গোপ, বিধায়িকা সপ্না মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বদের বরণ করে নেওয়ার পর ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুচনা হয় রক্তদান শিবির। এরপর রক্তদান শিবিরে উপস্থিত স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চা সহ অন্যান্য কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় ।এই দিনের শিবিরে পঞ্চাশের উপরে বিভিন্ন মোর্চার কার্যকর্তা ও কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।