উত্তর প্রদেশের বলরামপুরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও গাড়ির সংঘর্ষে স্বামী ও স্ত্রী-সহ ৬ জনের মৃত্যু

বলরামপুর, ৮ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের ৪ সন্তানের। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে শ্রীদত্তগঞ্জ থানার অন্তর্গত বিশম্ভরপুর গ্রামের কাছে।

সোনু শাহ (২৮), দেওরিয়া জেলার বাসিন্দা যিনি নৈনিতালের একটি পেপার মিলে কাজ করতেন, শুক্রবার সন্ধ্যায় স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার গ্রামের দিকে রওনা হন, পুলিশ সুপার (এসপি) কেশব কুমার জানিয়েছেন। শনিবার ভোরে বিশম্ভরপুর গ্রামের কাছে গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।দুর্ঘটনস্থলেই মৃত্যু হয় সোনু শাহ, তার স্ত্রী সুজাবতী (২৫), তাদের সন্তান রুচিকা (৬) এবং দিব্যাংশী (৪), শাহের ভাই রবি (১৮) এবং বোন খুশি (১৩) নিহত হয়।