নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): রবিবার, ৯ এপ্রিল কর্ণাটক সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সকালে বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদী, মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হাতি শিবিরও পরিদর্শন করবেন। এছাড়াও দক্ষিণ ভারতের এই রাজ্যে রয়েছে একাধিক কর্মসূচি।
সরকারি সূত্রের খবর, ৯ এপ্রিল, রবিবার সকাল ৭.১৫ মিনিটে বান্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হাতি শিবিরও পরিদর্শন করবেন। বেলা এগারোটা নাগাদ মাইশুরুর কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটিতে আয়োজিত ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণে’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

