২৪ ঘণ্টা পর খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ৮ এপ্রিল(হি.স.) : ২৪ ঘণ্টা পর শনিবার ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। সকাল ৬টা থেকে দুদিক থেকে হালকা যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।

জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত হালকা যান চলাচল করছে। এই যানবাহনগুলি পাস করার পরে, শ্রীনগর থেকে জম্মুর দিকে ভারী যানবাহন পাঠানো হবে। পণ্য ও অন্যান্য যানবাহন পাশ কাটিয়ে নিরাপত্তা বাহিনীর যানবাহনগুলিকে শ্রীনগর থেকে জম্মুর দিকে যেতে দেওয়া হবে। উল্লেখ্য, শুক্রবার মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে এই মহাসড়ক বন্ধ ছিল।