কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে জাল মুদ্রা পাচার নিয়ে টুইটে অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এ ব্যাপারে তৃণমূলের যোগসাজসের উল্লেখও তিনি করেছেন।
শনিবার দিলীপবাবু টুইটারে লেখেন, “দেখুন কিভাবে বাংলাদেশ থেকে জাল মুদ্রা পাচার হয়। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের কাছে সীমান্ত দিয়ে এই ব্যবসা চলছে। ভারত সরকারের উদ্যোগ সত্ত্বেও, মমতা সরকার সীমানা সুরক্ষিত করতে আগ্রহী নয়। কারণ অনেক তৃণমূল নেতা এই অবৈধ উপায়ে উপার্জন করেন।”
এর সঙ্গে সংবাদপত্রে প্রকাশিত একটি খবর ও সংশ্লিষ্ট মানচিত্র যুক্ত করেছেন তিনি। খবরে লেখা, “উৎস: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জাল-বিস্তার: শিবগঞ্জ থেকে কাঁটাতার পেরিয়ে মালদহের দৌলতপুর, শব্দলপুর, পারদেওনাপুর, চরি অনন্তপুরের মতো সীমান্ত। সীমান্তগুলি থেকে ৩০ কিংবা ৩৫ কিলোমিটার দূরত্বে মুর্শিদাবাদের ফরাক্কা কিংবা মালদহ টাউন স্টেশন। সে পথও ব্যবহার হয়। এ ছাড়া, মালদহের ৩৪ নম্বর জাতীয় সড়ককে কাজে লাগিয়েও চলে পাচার চক্র।”

