বি সি সি-১৬৪/৫
হার্ভে-১০১/৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।দ্বিতীয় জয় পেলো বি সি সি। শনিবার ব্যাটে বলে দাপট দেখিয়ে হার্ভের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলো দীপক ভাটনাগরের ছেলেরা। জয় পেলো ৬৩ রানে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি সি সি ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন রিযাজ উদ্দিন এবং সাগর শর্মা। দুজনই অর্ধশতরান করে দলকে এগিয়ে নিয়ে যান। সাগর ৪৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ (অপ:), রিয়াজ ৪০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬,আনন্দ ভৌমিক ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অরিজিৎ দেবনাথ ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। হার্ভের পক্ষে আকাশ কুমার সিং (৩/৩২) এবং তথাগত চক্রবর্তী (২/২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে আনন্দ ভৌমিকের (৪/২৫) দুরন্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে মাত্র ১০১ রান করতে সক্ষম হয় হার্ভে। দলের পক্ষে অর্কজিৎ দাস ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৬,বিজয় বিশ্বাস ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং আকাশ কুমার সিং ৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। বি সি সি-র পক্ষে আনন্দ ছাড়া কমল দাস (২/২২) সফল বোলার।

