ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।প্রথম জয় পেলো আসাম রাইফেলস স্কুল। ৮ রানে পরাজিত করে নন্দনগর স্কুল দলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা আন্ত: স্কুল বালিকাদের টি-২০ ক্রিকেটে। ড: বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আসাম রাইফেলস স্কুলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় সুশ্মিতা বসাক। প্রথমে ব্যাট হাতে ৪৪ রান করার পর বল হাতে ৩ উইকেট পায় সুশ্মিতা। শনিবার দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে আসাম রাইফেলস স্কুল ১৩৩ রান করে। দলের পক্ষে সুশ্মিতা বসাক ৪৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৪,দিয়া অধিকারী ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫২ রান। জবাবে খেলতে নেমে ১২৫ রান করতে সক্ষম হয় নন্দনগর স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে। দলের পক্ষে তৃষ্ণা ছেত্রী ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং অনামিকা রুদ্রপাল৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। আসাম রাইফেলস স্কুলের পক্ষে সুশ্মিতা বসাক (৩/২২) সফল বোলার।
2023-04-08

