নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস। এই অবস্থায় শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন । বৈঠকে প্রত্যেককে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী পরামর্শ দিয়েছেন, সমস্ত রাজ্যগুলি যাতে কোভিড উপযুক্ত আচরণবিধি পালন করে। আগামী ১০ এবং ১১ তারিখ যেন সমস্ত হাসপাতালে মকড্রিল করা হয় এবং সেইসঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো ঠিক আছে কিনা তা দেখতে অবশ্যই যেন স্বাস্থ্যমন্ত্রীরা সশরীরে হাজির থাকেন। পাশাপাশি কোভিড পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে কোভিড পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। হটস্পটগুলি জরুরি ভিত্তিতে চিহ্নিত করার জন্য পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৬ হাজারেরও বেশি। ২০৩ দিন পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা এত বেশি। মহারাষ্ট্র কিংবা কেরলের মতো পরিস্থিতি উদ্বেগজনক না হলেও পশ্চিমবঙ্গেও আগের তুলনায় বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ৪৪ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ১৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বর্ধমান। সে জেলায় আবার সংক্রমিতদের মধ্যে ছ’জন হাসপাতালে ভরতি। এছাড়াও সংক্রমণের নিরিখে চিন্তায় রাখছে দুই ২৪ পরগনা এবং হুগলি।