গার্লস ক্রিকেটের ২টি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।একদিন বন্ধ থাকার পর আগামীকাল হবে দুটি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটের। আগামীকাল সকাল সাড়ে ৮ টায় প্রনবানন্দ স্কুল খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে এবং দুপুর ১টায় আসাম রাইফেলস খেলবে নন্দননগর স্কুলের বিরুদ্ধে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠেই হবে দুটি ম্যাচ। ৪ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।‌ ইতোমধ্যে অনুষ্ঠিত চারটি ম্যাচে বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরপর দুই ম্যাচে যথাক্রমে আসাম রাইফেলস্-কে চার উইকেটে এবং বড়দোয়ালি স্কুল দলকে নয় উইকেটে পরাজিত করে তালিকার শীর্ষে অবস্থান করছে। অপর ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির নয় উইকেটে বড়দোয়ালি স্কুল দলকে এবং নন্দননগর স্কুল দল আট উইকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করেছে।