BRAKING NEWS

কোচবিহারে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা তৃণমূলের

কোচবিহার, ৭ এপ্রিল (হি. স.) : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জনদের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার এক ব্লকের চান্দামারি এলাকায়।

বিধায়কের দাবি, ওই এলাকায় এদিন দলের একটি কার্যালয়ের উদ্বোধন ছিল। এদিন বিকালে সেই পার্টি অফিস উদ্বোধন করতে গেলে পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে তাঁর গাড়ির উপর হামলা চালায়। এতে তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তারপরও তিনি দলের কার্যালয়ের উদ্বোধন করে কর্মীদের সঙ্গে সেখানে আলোচনা করেছেন বলে নিখিলবাবু জানান। যদিও বিধায়কের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *