মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মুম্বইতে তার আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল’ প্রচার করছেন। এদিকে মেয়ে মালতি মেরিকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন। এই ছবিতে, অভিনেত্রীকে তার মেয়ে মালতী মেরির সাথে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা গেছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তার সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ ছবি শেয়ার করে ভক্তদের সিদ্ধিবিনায়ক মন্দিরের এক ঝলক দেখিয়েছেন। তাঁর ছবিতে ভক্তরা ‘সিদ্ধিবিনায়ক’ মন্দিরে গণপতি বাপ্পার মূর্তি দেখেছেন।
‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কার মেয়ে মালতী মেরির এই সুন্দর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা এই ছবিগুলিতে তীব্র মন্তব্য করছেন। ভারতে ফেরার পর থেকেই ভগবানের ভক্তিতে মগ্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া-জোনাস।

