বিশালগড়(ত্রিপুরা ), ৭ এপ্রিল (হি.স.) : পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ, কংগ্রেস দলে যোগদান না করার ফলে রাতের আঁধারে বিজেপি কর্মীর পুকুরে বিষ দেওয়া হয়েছে। তাতে পুকুরের প্রচুর মাছের মৃত্যু হয়েছে।কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলে দক্ষিণ মধুপুর ত্রিশ কাঠ এলাকার বাসিন্দা রতন সরকার প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন মৎস দফতরের কর্মী সহ স্থানীয় গ্রাম প্রধান।
পুকুরের মালিক রতন সরকার জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে পুকুরে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়েছে। এতে পুকুরের প্রচুর মাছের মৃত্যু হয়েছে। তার অভিযোগ, ওই ঘটনার পিছনে কংগ্রেস দলের দুর্বৃত্তদের যোগসাজস রয়েছে। কারণ, তিনি একজন বিজেপি কর্মী। নির্বাচনের আগে তাঁকে কংগ্রেস দলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কংগ্রেসে যোগদান করেননি। তাই শত্রুতার জেরে পুকুরে বিষ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, পুকুরে বিষ ঢালার ফলে ক্ষতির পরিমাণ প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা। খবর পেয়ে আজ সকালে ছুটে গেছেন মৎস দফতরের কর্মী সহ স্থানীয় গ্রাম প্রধান ও মেম্বার।