নয়ডা, ৭ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যে কোনও মুহূর্তে হত্যা করা হবে । এমনই হুমকি ভরা ই-মেল একটি সংবাদমাধ্যমের অফিসে পাঠানো হয়েছিল। অবশেষে সেই ই-মেল প্রেরকের খোঁজ পেল নয়ডা পুলিশ। প্রাণনাশের হুমকি দিয়েছিল ১৬ বছরের এক কিশোর। শুক্রবার লখনউ থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ ।
পুলিশ জানায়, ধৃত কিশোর আদতে বিহারের বাসিন্দা। চলতি বছরই একাদশ শ্রেণি পাশ করে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে এই কিশোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে ইমেল করেছিল বলে অভিযোগ। শুক্রবার লখনউয়ের চিনহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাকে লখনউ থেকে নয়ডা নিয়ে আসা হয় বলে জানিয়েছেন নয়ডার অ্যাসিস্টান্ট পুলিশ কমিশনার রজনীশ ভার্মা।
নয়ডার এপিসি রজনীশ ভার্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে সংবাদমাধ্যমকে ইমেল পাঠানোয় গত ৫ এপ্রিল এফআইআর দায়ের হয় সেক্টর ২০ থানায়। সেই ইমেলের সূত্র ধরে তদন্ত শুরু হয় এবং এদিন ইমেল প্রেরকের হদিশ মিলেছে।
প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ওই কিশোরের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা, জনগণকে ভয় দেখানো, অসামাজিক কাজে জনগণকে প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তথ্য-প্রযুক্তি আইনের ধারাতেও ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে দ্বাদশ শ্রেণির পড়ুয়া, ১৬ বছরের কিশোর কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দিয়ে মেল করে, এটা নিছক মজা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।