কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : এসএসসি নিয়োগ মামলায় ধৃত অয়ন শীল সম্পর্কে তদন্তের মাত্রা আরও বাড়াচ্ছে ইডি।
শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়নকে জেরা করে একের পর এক তথ্য সামনে আসছে। তবে এবার যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে তা কার্যত তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। অয়ন শীলের অফিস থেকে একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই হার্ড ডিস্কের ফোল্ডার থেকে এবার ইডির হাতে এসেছে বিস্ফোরক তথ্য।
পুরসভা নিয়োগ দুর্নীতিতে অয়ন বিভিন্ন জনের থেকে প্রায় ১২ কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ। হার্ড ডিস্কে এমনই মিলেছে বলে মনে করছে সিবিআই। সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ? খতিয়ে দেখবে ইডি। অয়ন বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থী পিছু লক্ষ লক্ষ টাকা কমিশন নিতেন।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অয়নের নামে বেনামে ফ্ল্যাট রয়েছে একাধিক জায়গায়। সেই ফ্ল্যাটগুলির জন্য কোথা থেকে টাকা পেয়েছিল অয়ন? খতিয়ে দেখছে ইডি। প্রায় ৭-৮ টি ফ্ল্যাটের মধ্যে চুঁচুড়া ছাড়া কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্ল্যাট রয়েছে। সেই টাকা কোথা থেকে পেল অয়ন? খতিয়ে দেখছে ইডি।
ইডি সূত্রে দাবি করা হচ্ছে পুরসভায় চাকরি দেওয়ার বিনিময়ে যে টাকা তোলা হয়েছিল তা তদন্তকারীদের সামনে কার্যত স্বীকার করে নিয়েছেন অয়ন শীল। এবার প্রশ্ন সেই বিপুল অঙ্কের টাকার ভাগ কি অয়ন একাই পেয়েছিলেন? নাকি এর পেছনে আরও বড় চক্র কাজ করেছিল?

