নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুক্রবার নতুন দিল্লিতে স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করেছেন। এই অনুষ্ঠানেই একটি ডাকটিকিট প্রকাশ করেন উপ-রাষ্ট্রপতি। সমাবেশে বক্তব্য রাখার সময় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, প্রাচীনকাল থেকেই সাধু-ঋষিদের দেশ ভারত। তিনি বলেন, ভারতে অনেক মহান আধ্যাত্মিক গুরু, সাধক ও সমাজ সংস্কারকের জন্ম হয়েছে এবং তাঁদের মধ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী হলেন অন্যতম।
উপ-রাষ্ট্রপতি বলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী তাঁর মহান ব্যক্তিত্বের কারণে মানুষের হৃদয়ে বিরাজমান। তিনি বলেন, আজকের দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে ১৪৮ বছর আগে স্বামী দয়ানন্দ সরস্বতী মুম্বইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। উপ-রাষ্ট্রপতি বলেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উদযাপন ভারতের পরিবর্তনের চিত্র। তিনি বলেন, আমাদের ইতিহাস সম্পূর্ণরূপে প্রদর্শিত হওয়ায় এটা খুবই আনন্দদায়ক পরিবর্তন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিনহ চৌহান, সাংসদ ডক্টর সত্য পাল সিং, সুমেদানন্দ সরস্বতী এবং আধ্যাত্মিক গুরু স্বামী রামদেব এবং স্বামী চিদানন্দ সরস্বতী প্রমুখ।

