গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫,৩৩৫ জন, মৃত্যু ৬ জনের

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৫ হাজার ৩৩৫ জন । পাশাপাশি একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ছয়জনের। সুস্থ হয়েছেন ২,৮২৬ জন রোগী। এখন পর্যন্ত ৪,৪১,৮২,৫৩৮ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার ৯৮.৭৫ শতাংশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৫,৫৮৭ জন হয়েছে। দৈনিক সংক্রমণের হার ৩.৩২ শতাংশ।

টিকা দেওয়ার কথা বলতে গেলে, গত ২৪ ঘন্টায় ১,৯৯৩টি ডোজ দেওয়া হয়েছে। দেশে এখন পর্যন্ত ২২০.৬৬ কোটি ডোজ করোনার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায়, ১,৬০,৭৪২ জনের টেস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ৯২.২৩ কোটি মানুষের করোনা টেস্ট করা হয়েছে।