বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করলেন দলের সভাপতি জেপি নড্ডা

নয়াদিল্লি, ৬ এপ্রিল(হি.স.) : আজ ভারতীয় জনতা পার্টির(বিজেপি) ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। ১৯৮০ সালের এই দিনে বিজেপি প্রতিষ্ঠিত হয়।

দলের জাতীয় সভাপতি জেপি নড্ডা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপি সদর দফতরে দলের পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষে তিনি দলের কার্যকর্তা ও কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেপি নড্ডা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মী ও নেতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল কচ্ছ থেকে উত্তর-পূর্ব এবং কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত তার চিহ্ন রেখে গেছে, আমাদের কর্মীরা দলকে প্রতিষ্ঠা করেছে। দলটি আজ ১ লাখ ৮০ হাজার শক্তি কেন্দ্রে কাজ করছে। ৮ লাখ ৪০ হাজার বুথে বিজেপির একজন বুথ সভাপতি রয়েছেন।