ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল।।
একদিন বন্ধ থাকার পর আগামীকাল আবার ৪ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটের। এম বি বি স্টেডিয়ামে সকাল ৯ টায় জে সি সি- ও পি সি, দুপুর সোয়া ১ টায় শতদল সংঘ - পোলস্টার, নরসিংগড় পুলিট ট্রেণিং আকাদেমি মাঠে সকাল ৯ টায় সংহতি - ব্লাডমাউথ এবং দুপুর সোয়া ১ টায় কসমোপলিটন খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। শেষ ম্যাচে সংহতিকে হারিয়ে চমক দেওয়া মৌচাকের ক্রিকেটাররা চাইছেন আগামীকাল কসমোপলিটনকেও হারাতে। অপরদিকে কসমোপলিটনের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। একই লক্ষ্য জে সি সি-রও। ৮ দলই বৃহস্পতিবার হালকা অনুশীলন সেরে নিয়েছে।

